• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে পুলিশের ২ সদস্য করোনা আক্রান্ত

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ২০:৪১
Corona virus Police infected
পিরোজপুর

পিরোজপুরে এক উপ-পরিদর্শকসহ পুলিশের দুই সদস্য করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত দু’জন হলেন জেলার মঠবাড়িয়া থানার এক এসআই এবং নাজিরপুর থানার এক নারী পুলিশ সদস্য।

সিভিল সার্জন জানান, গত ৩ জুন ওই আক্রান্ত দুই পুলিশের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পাওয়া যায়। এতে দেখা যায়, তাদের দু’জনেরই করোনাভাইরাস পজিটিভ।

পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, করোনা আক্রান্ত দুই পুলিশ আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থ রয়েছেন

এছাড়াও পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh