• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় খুলনা মহানগরীতে বৃহস্পতিবার থেকে দোকানপাট বন্ধ

খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ১৯:০৩
Corona virus
জেলা করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভায় দায়িত্বপ্রাপ্তরা

খুলনায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে নগরীতে সবধরনের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়াও ফুটপাত হকারমুক্ত, অটোরিকশাসহ অন্যান্য যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজে জেলা করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলা ও মাস্ক ছাড়া বাইরে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সংক্রমণ আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এতে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে আজকের সভায় খুলনা মেডিকেল কলেজে আরও একটি পিসিআর মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাতক্ষীরা মেডিকেল কলেজে একটি করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত দূরপাল্লার গাড়ির কাউন্টার থেকে যাত্রী ওঠা-নামা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ১১ জুন হতে ২৫ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা ও কার্যক্রম বাড়ানো হবে। সন্ধ্যার পর চলাচল বন্ধ থাকবে। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এবং জরুরি সেবাগুলো চালু থাকবে।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ২১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪২ জনই খুলনা নগরীর বাসিন্দা।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh