• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আগামীকাল থেকে বান্দরবানের দু’টি উপজেলা ফের লকডাউন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০২০, ১৭:৪৪
bandarban lockdown
বান্দরবান

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বান্দরবানের দু’টি উপজেলাকে রেড জোনের আওতায় এনে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এগুলো হলো বান্দরবান সদর ও রুমা উপজেলা।

আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে এই দু’টি উপজেলায় কঠোর লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা-কাটা করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, রেড জোন ঘোষিত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে জরুরি পরিষেবাগুলো যথারীতি চালু থাকবে।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি বুঝে পরবর্তীতে এই লকডাউনের আওতা বাড়ানো বা কমানো হতে পারে।

এর আগে গত ৬ জুন বান্দরবানের লামা উপজেলা, আলীকদম ও নাইক্ষংছড়ি উপজেলাকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে জেলার ৭টি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh