• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রেড জোন: নারায়ণগঞ্জে কঠোর পুলিশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ জুন ২০২০, ১৭:০৮
Corona virus red zone lock-down
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ণ টাউন সরকার ঘোষিত রেড জোনে পড়েছে। এই এলাকাগুলোতে কঠোরভাবে লকডাউন তদারকি করছে পুলিশ।

আজ মঙ্গলবার দেখা গেছে, এই তিন এলাকার মধ্যে শুধু জরুরি ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। কেউ চাইলেই বের হতে পারছেন না এসবে এলাকা থেকে। আবার কেউ চাইলেই প্রবেশ করতে পারছেন না। প্রতিটি প্রবেশপথেই পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন।

এর আগে গত রোববার (৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রুপায়ন টাউনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোনের আওতায় লকডাউন ঘোষণা করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি আব্দুল হাই জানান, সকাল থেকেই এসব এলাকাতে আমাদের টিম লকডাউন নিশ্চিতে কাজ করছে। করোনার সংক্রমণ রোধে রেড জোন থেকে কাউকে বের হতে কিংবা প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রতিটি প্রবেশপথে একাধিক পুলিশের টিম কাজ করছে।

তিনি আরও জানান, তবে জরুরি প্রয়োজন কিংবা কোনো প্রয়োজন আমাদের জানালে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh