• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে খাদ্য নিয়ন্ত্রক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ০৯ জুন ২০২০, ১১:৪৯
In Kurigram, the food regulator is affected by corona

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান ও তার গাড়িচালকসহ কুড়িগ্রামে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৯ জনে দাঁড়ালো।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ থেকে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলের তথ্য পায় জেলা স্বাস্থ্যবিভাগ। এতে ৩ জনের করোনা পজিটিভ ফল আসে। আর সুস্থ হয়েছে বাড়ি ফিরে গেছেন ৫৪ জন। আক্রান্ত অন্যান্যরা সকলেই হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, ‘কুড়িগ্রামে আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। তাছাড়া আল্লাহর রহমতে এ জেলায় এখন পর্যন্ত কোনও করোনা পজিটিভ রোগী মৃত্যুবরণ করেননি।

তিনি বলেন, যেসব রোগী করোনা শনাক্ত হচ্ছেন তাদের সকলেই হোম আইসোলেশনে আছেন এবং তার সহকর্মীদের তত্ত্বাবধায়নে তারা সকলেই ভালো আছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh