• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৭

আশুলিয়া সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ১১:৩৩
Building collapse and burnt in Ashulia blast
আশুলিয়ায় বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৭

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ইমনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার কাঠগড়ার উত্তরপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ও একটি দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ে। ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. জিহাদ মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। একটি ভবনের একাংশ ধসে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আহত সাতজনের মধ্যে পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পাঁচজনকে এখানে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ দগ্ধ রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh