• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত ছেলের দাফনের পর মায়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০২০, ২৩:২৫
Mother dies after burial of corona-infected son
ছবিঃ সংগ্রহীত

কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে মৃত ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর এক মায়ের মৃত্যু হয়েছে।

রামুর গর্জনিয়া ইউনিয়নের রোববার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রামুর গর্জনিয়া ইউনিয়নের মুহাম্মদ আয়াছ শিকদার (৪৭) করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান।
তাকে ওই দিন রাত ৮টার দিকে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

মুহাম্মদ আয়াছ শিকদার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মরহুম ফজলুল করিম সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম ইয়ং ওয়ান গার্মেন্টস এর সহকারী ব্যবস্থাপক ছিলেন।

মরহুম আয়াছ সিকদারের ভাগিনা সাংবাদিক খালেদ হোসেন টাপু জানান, তার মামাকে দাফন করার কয়েক ঘণ্টাখানেক পরে রোববার রাত ১০ টার দিকে তার নানী শামসুন্নাহার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তীব্র শ্বাস কষ্ট নিয়ে মারা যান।

কক্সবাজারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান জানান, শামসুন্নাহার করোনা উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে তবে রিপোর্ট এখনো হাতে আসেনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh