• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তেঁতুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০২০, ১৫:১০
Corona virus symptoms died
পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার দুপুরে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম।

জানা যায়, ওই নারী জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকার মজিবর রহমানের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ওই নারী আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, মৃত ওই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা।

প্রসঙ্গত, জেলার ৫ উপজেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৮৬ জন। এর মধ্যে ২ জন মারা গেছেন আর ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh