• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে আরও ১২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০৭ জুন ২০২০, ২১:২৮
Corona virus
ছবি সংগৃহীত

গত ১২ ঘণ্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৩১৭ জন।

নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৯ জন, সাটুরিয়া উপজেলায় দুইজন ও ঘিওর উপজেলায় রয়েছেন একজন।

আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট তিন হাজার ২৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই হাজার ৯৫৬টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩১৭ জনের দেহে।

আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৯৩ জন, সিংগাইর উপজেলায় ৬০ জন, সাটুরিয়া উপজেলায় ৫৯ জন, ঘিওর উপজেলায় রয়েছেন ৪৬ জন, হরিরামপুর উপজেলায় ২৮, শিবালয় উপজেলায় ২২ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ৯ জন।’

আক্রান্তদের মধ্যে ২২ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২২৭ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সুস্থ হয়েছেন ৮৭ জন এবং মারা গেছেন ৩ জন।

উল্লেখ্য, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন কিশোর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এদের মধ্যে দুই জন সিংগাইর উপজেলায় এবং অন্যজন হরিরামপুর উপজেলায়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh