• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভৈরবে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০২০, ১১:৪৪
ভৈরবে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫-এ। আর গেল এক সপ্তাহে উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের সবার বয়স ৫০ বছরের উপড়ে। তারা বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। মৃত ব্যক্তিদের বাড়ি পৌর শহরের বিভিন্ন গ্রামে।

আজ রোববার (৭ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুলবুল আহমেদ।

তিনি বলেন, গেল ২৪ ঘণ্টা নতুন করে আরও ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাত্র ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও করোনার সংক্রামণ ঠেকাতে ভৈরবে ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে চেম্বার অব কমার্স। যদিও এই লকডাউন অমান্য করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে ব্যবসায়ীরা। ফলে দিন যতই যাচ্ছে, লাগামহীন পাগলা ঘোড়া মতো ততই পাল্লা দিয়ে বাড়ছে ভৈরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh