• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে পেঁয়াজের তৃতীয় চালান হিলিতে পৌঁছেছে

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৯:০১
The 3rd shipment onions India reached Hlili
হিলি

ভারত থেকে মালবাহী ট্রেনে করে আমদানি করা পেঁয়াজের তৃতীয় চালান এসে পৌঁছেছে হিলি রেল স্টেশনে। শনিবার সকালে দর্শনা রেল-বন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি দেশে প্রবেশ করে দুপুরের দিকে হিলি স্থলবন্দর এলাকায় আসে।

আমদানিকারকরা জানান, কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে করোনা পরিস্থিতিতেও রেল যোগে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এর আগে গেলো সপ্তাহে দুটি মালবাহী ট্রেনের ৮৪টি বগিতে ৩ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

আজকে ৪২ বগিতে আরও ১ হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজের একটি চালান ভারত থেকে হিলিতে এসেছে। এ নিয়ে এ বন্দরে ভারত থেকে ৪ হাজার ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হলো।

এদিকে পেঁয়াজ আমদানি শুরু হবার পর থেকে স্থলবন্দর এলাকায় নিম্নমুখী হতে শুরু করেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। আর এতে পেঁয়াজ কিনতে এসে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

স্টেশন এলাকায় প্রতিদিনই ভিড়ছে বিভিন্ন জায়গার পাইকাররা। আর আমদানিকৃত এসব পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে ঢাকা, রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh