• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে থাকা পরিবারের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করবে বাসদ

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৭:৪৪
Corona patient declaration
ছবি সংগৃহীত

করোনায় আক্রান্ত রোগির বাড়ি লকডাউন ঘোষণার পর প্রশাসন নীরব থাকেন। কোনও কোনও অসহায় বা দরিদ্রদের জন্য খাদ্য বা চিকিৎসার ব্যবস্থা থাকে অনুপস্থিত।

এই ঘটনা বরিশাল শহরে বিদ্যমান বলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি ঘোষণা দিয়েছেন এই দায়িত্ব নিবেন। শনিবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর ফকিরবাড়ি সড়কের কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এখানে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী বলেন, করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করেই প্রশাসন তাদের ভূমিকা স্থগিত করেন। অসহায় রোগীদের চিকিৎসা বা খাদ্যের যোগানের বেলায় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে উত্তর পেয়েছি কিছুই করার নেই।

তারা বলেছেন, প্রশাসন লকডাউনকৃত পরিবারের তালিকা তাদেরকে দিলে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও খাবারের ব্যবস্থা করা হবে। করোনা ক্রান্তিকালে বাসদ বরিশালে মানবতার বাজার, ফ্রি চিকিৎসা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা চালু রেখেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh