• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুল শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০৬ জুন ২০২০, ১৭:২৫
School teacher killed lightning strike Manikganj
স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম

মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

আজ শনিবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশে ধান মাড়াইকালে হঠাৎ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পারভীন আক্তার জানান, আছরের আযানের পর বাড়ির পাশে ধানের খোলায় মাড়াই যন্ত্র দিয়ে ধান মাড়াই করছিলেন জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ থেকে আসা দুইজন দিনমজুর। সেখানে আরও উপস্থিত ছিলেন তার মা রিজিয়া বেগম ও ফুফু আয়েশা বেগম।

হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতে মারাত্মকভাবে আহত হয় জাহাঙ্গীর। সঙ্গে থাকা অন্যরাও আহত হন। আহত জাহাঙ্গীর ও আয়েশা বেগমকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. বদরুল আলম জানান, বজ্রপাতে আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত আয়েশা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত মো. জাহাঙ্গীর আলম ১৩ ও ৭ বছরের দুই মেয়ে ও স্ত্রীকে রেখে অকালেই চলে গেলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী শিক্ষক ও বন্ধুরা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh