• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত দুজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৪:৫২
Two died of coronavirus in Noakhali
ছবি সংগৃহীত

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজো দুইজনের মৃত্যু হয়েছে। একজন হচ্ছেন সদর উপজেলার নোয়াখালী পৌর এলাকার প্রদীপ মজুমদার, অন্যজন চাটখিল উপজেলার আনোয়ার হোসেন। জেলায় মোট মৃত্যু ২৬ জন। এছাড়া নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬৪ জন।

শনিবার ছয় জুন সকাল ১১টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৩ পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

তাদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮০২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ জেলায় মোট ৫১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইতিমধ্যে দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ হার বেড়েই চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
পুকুরে মিলল ৯ কেজি ইলিশ
X
Fresh