• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হবিগঞ্জে ২০০ ছাড়ালো করোনা রোগীর সংখ্যা

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১০:৫৩
The number of corona patients in Habiganj has dropped to 200
ফাইল ছবি

হবিগঞ্জে পুলিশসহ আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২০৮ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি বলেন, সম্প্রতি আক্রান্তদের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছিল। শুক্রবার রাতে সিলেট থেকে পাঠানো রিপোর্ট হবিগঞ্জে আসে।
তিনি আরও বলেন, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন। শনিবার তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা হবে।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে চুনারুঘাট উপজেলার ১০ জন, সদর উপজেলার ২ জন, নবীগঞ্জ উপজেলার ১ জন, আজমিরীগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন। যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ২০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসকসহ ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২ জন মারা গেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh