• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে করোনায় হেরে গেলেন পর্যটন উদ্যোক্তা ডালিম

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১০:০৮
Tourism entrepreneur Dalim lost to Corona in Cox's Bazar
ছবি সংগৃহীত

কক্সবাজারের পর্যটন উদ্যোক্তা শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা এম সায়েম ডালিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে উখিয়ার বিশেষায়িত কোভিড-19 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর।

এর আগে মঙ্গলবার (২ জুন) কক্সবাজার মেডিকেলের ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ওই দিনই তিনি রামুর ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে উখিয়ায় ইউএইসআরের গঠিত বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫জুন) সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার শ্বাসকষ্ট তীব্রতর হলে আইসিইউর প্রয়োজন হয়। শুক্রবার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।

মোহাম্মদ সায়েম ডালিম হিমছড়ির পর্যটন কেন্দ্রের উদ্যোক্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh