• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ০৫ জুন ২০২০, ১৭:৩৫
Corona virus
ফাইল ছবি

পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকসহ ৩ জন মারা গেছেন। তারা হলেন মো. মতিয়ার রহমান (৭২), মো. নিজাম উদ্দিন খান (৫০) ও মো. মজিবুর আকন (৪৫)।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা সবাই গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকালের মধ্যে তারা মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন পটুয়াখালী সদর উপজেলায় এবং একজন কলাপাড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৭২ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত তিন জন করোনাভাইরাসের উপসর্গ জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। তাদের স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ৭২ জনের মধ্যে ২৮ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৪ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh