• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাবির এক অধ্যাপক করোনায় আক্রান্ত

রাবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ১৬:০৫
Corona virus infected RU Professor
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের এক অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তবে, তার শরীরে করোনার তেমন কোনও উপসর্গ নেই।

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসব তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত রসায়ন বিভাগের ওই অধ্যাপক হার্টের সমস্যাজনিত কারণে গত বুধবার (৩ জুন) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যান। তখন চিকিৎসক করোনা টেস্ট করার জন্য তার নমুনা সংগ্রহ করেন। পরে গতকাল বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

অধ্যাপক লুৎফর রহমান আরও জানান, আক্রান্ত ওই শিক্ষকের করোনার তেমন কোনও উপসর্গ নেই। এমনিতে ভালো আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি দেখভাল করার জন্য রাজশাহীর সিভিল সার্জনকে জানিয়েছেন। বর্তমানে ওই শিক্ষক রাবির পশ্চিম পাড়ার নিজ কোয়ার্টারে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

প্রসঙ্গত, এর আগে রাবির দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা সুস্থ হয়ে গেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
X
Fresh