• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ১৫:৪৭
Corona Faridpur is affected
ছবি সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪২৬ জন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে নতুন করে যে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে সদরের ১৯, ফরিদপুর সদরপুরে ১০, চরভদ্রাসনে পাঁচ, নগরকান্দায় তিনজন এবং ভাঙ্গা, সালথা ও মধুখালীতে একজন করে। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুলিশ ও একজন র‌্যাব-৮ এর সদস্য রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, ফমেকের পিসিআর ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৭০ জনের। এর মধ্যে ফরিদপুরে ছয়টি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, ফরিদপুর সদর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও সদরপুরে গেল ২৪ ঘণ্টায় নতুন করে যে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
X
Fresh