• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় দেড় হাজার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ১২:৫০
করোনা গাজীপুর আক্রান্ত
ফাইল ছবি

জনবহুল এলাকা হওয়ার কারণে দিন দিন বেড়েই চলেছে গাজীপুরে করোনাভাইরাসের সংক্রমণ। দীর্ঘ লকডাউনের পর কল কারখানা খুলে দেয়াসহ গণপরিবহন খুলে দেয়ার সিদ্ধান্তে এর প্রকোপ যেন দ্বিগুণ গতিতে বাড়ছে।

বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গেল ২৪ ঘণ্টায় কালিয়াকৈরে সাতজন, কাপাসিয়ায় দুই জন, শ্রীপুরে ২৫ জন, গাজীপুর সদরে ২৬ জনসহ পর্যন্ত মোট ৬০ জনকে করোনা পজেটিভ হিসাবে শনাক্ত করা হয়েছে। তবে কালীগঞ্জে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪৩৭ জনের নতুন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এছাড়া সর্বমোট পরীক্ষার জন্য পর্যন্ত সংগৃহীত নমুনার সংখ্যা ১২০৭৫ জন। গাজীপুরে পর্যন্ত কারোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৯০ জনে। যার মধ্যে ১৬৩ জন কালিয়াকৈরে, কালীগঞ্জে ১৫১ জন, কাপাসিয়ায় ১০২ জন, শ্রীপুরে ১১৮ জন, এবং গাজীপুর সদরে ৯৫৬ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এই পর্যন্ত ২৮৬ জন এবং করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এই জেলাতে ১১ জনে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
শটগান নিয়ে জমি মাপায় বাধা স্বেচ্ছাসেবক লীগ নেতার
X
Fresh