• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ১২:২৬
করোনা মৃত্যু সাংবাদিক
ছবি সংগৃহীত

শরীয়তপুরে দীপ্ত টিভির সাংবাদিক (নড়িয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলের অফিসার) দুই জন ডাক্তারসহ নতুন আরও ১৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ জন। শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছেন একজন।

নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর পৌরসভায় তিনজন, চিকন্দি ইউনিয়নে একজন, আঙ্গারিয়া ইউনিয়নে একজন, দীপ্ত টিভির শরীয়তপুর প্রতিনিধি, নড়িয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, জাজিরা পৌরসভা একজন, সেনেরচর ইউনিয়নে একজন, বড়কান্দি ইউনিয়নে একজন, আরশিনগর ইউনিয়নে একজন, মহিষার ইউনিয়নের একজন, গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের দুইজন ডামুড্ডা পৌরসভায় একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) জেলার করোনা কন্ট্রোল রুমের ফোকাল পারসন ডা. আব্দুর রশিদ। সময় তিনি বলেন পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট তিন হাজার ৪৯ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং দুই হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৫ জনে দাঁড়িয়েছে। পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন ছয়জনসহ মোট ৬৮ জন। এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে রয়েছে এক জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
X
Fresh