• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নেই কর্মসংস্থান, অবাধে চলছে চোরাচালান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৬

মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থানের অভাবে চোরাচালানসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে হাজারো মানুষ। ভারতের সঙ্গে মৌলভীবাজারের সীমান্ত এলাকা ২৩৮ কিলোমিটার। এর প্রায় পুরোটাই দুর্গম পাহাড়ি অঞ্চল। এসব এলাকায় একদিকে যেমন শিক্ষার অভাব, অন্যদিকে নেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ। তাই জীবিকার তাগিদে চোরাচালানসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এখানকার মানুষ।

জানা যায়, ২০১৫ সালে বিজিবির হাতে জব্দ চোরাচালানীর পরিমাণ ১৬ কোটি টাকার বেশি আর ২০১৬ সালে তা ছাড়িয়েছে ২৫ কোটি টাকা।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও কমছে না অপরাধ প্রবণতা। বিজিবি বলছে, নিয়মিত অভিযানের পরও কমানো যাচ্ছে না সীমান্তে অপরাধ । তাই চোরাচালান ঠেকাতে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাহিনীটি।

স্থানীয়রা বলছেন, এ সমস্যার মূল কারণ বেকারত্ব। আর এ সমস্যা মোকাবেলায় অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুযোগ সৃষ্টির দাবি জানির তারা।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh