• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে কমছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জুন ২০২০, ১৪:৩৫
পেঁয়াজ ভারতীয় আমদানি
ছবি সংগৃহীত

হিলির আড়তগুলোতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে সাত থেকে আট টাকা কমে গেল দুই দিন আগেও হিলি স্থলবন্দরের আড়তগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকা দরে। সেই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা কেজি দরে।

করোনাভাইরাস পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকলেও রেল যোগে ভারতের নাসিক থেকে মালবাহী ট্রেনে করে আমদানি করা হচ্ছে এসব পেঁয়াজ। আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় অন্যদিকে ক্রেতা সংকটে বিপাকে পড়েছেন এখানাকার আমদানিকারক ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, চলতি সপ্তাহে দুই দিনে ভারতীয় মালবাহী ট্রেনে করে ৮৪টি বগিতে তিন হাজার তিনশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চাহিদার তুলনায় পেঁয়াজের সরবারহ বৃদ্ধি পাওয়ায় অন্যদিকে ক্রেতা সংকট থাকায় কমেছে আমদানিকৃত এসব পেঁয়াজের দাম।

এদিকে কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি পাইকাররা। আর এসব পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
গরমে বেড়েছে আখের রসের চাহিদা
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
X
Fresh