• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে লটারির মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে আমন ধান

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জুন ২০২০, ১১:৪১
Aman paddy is being collected through lottery in Panchagarh
ছবি সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলায় চলতি আমন ধান সংগ্রহে ২০১৯-২০ এর আওতায় লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে কৃষি বিভাগের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষকদের তালিকা চূড়ান্ত করছে সদর উপজেলা খাদ্য শস্য মনিটরিং কমিটি ।

বুধবার দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা খাদ্যশস্য মনিটরিং কমিটির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা খাদ্য শস্য মনিটরিং কমিটির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসার শাহ আলম মিয়া ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসার জহুরুল হকসহ ১০টি ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন ।

সভায় উপজেলার ১০টি ইউনিয়নের মোট পাঁচ হাজার ৮৭৪ জন কৃষকের তালিকার মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩০৮ জন কৃষকের নামের তালিকা চূড়ান্ত করা হয় এবং লটারির মাধ্যমে তালিকাভুক্ত কৃষকদের কাছে সরাসরি এক হাজার ৪০ টাকা দরে প্রতি মণ ধান ক্রয় করে সরকার।

উপজেলায় কৃষকদের কাছে সরাসরি ৩০৮ মেট্রিক টন সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা হবে । তাছাড়া এবার চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় কৃষকদের কাছে সরাসরি পাঁচ হাজার ১৯২ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ সন্তানকে বিক্রি করতে বাজারে তুললেন মা!
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
এবার পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী নিহত 
X
Fresh