• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জুন ২০২০, ১১:২৮
3 injured including schoolgirl in the attack of the opponent in Kushtia
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দ্বিতীয় দফায় হামলা পাল্টা হামলায় স্কুল ছাত্রীসহ তিনজন আহত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুরে বিবাদপূর্ণ দুই গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমানর ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাউসারুল আলম সৈয়দ এবং ছাত্রলীগ নেতা জুয়েলের সমর্থকরা এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটায়।

সকালে দুই পক্ষই দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলায় লিপ্ত হয়। হামলায় নবম শ্রেণির স্কুলছাত্রী কুইন, ময়না খাতুন (৪৫), লালু মুনসী (ওলিদ) (৪৫) আহত হয়। আহতদের মধ্যে দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত লালু মুনসী জানায়, আগের দিন তাদের লোকেরা জামিনে বাড়ি ফেরে। ওই মামলার বাকি কিছু আসামির জামিনের জন্য তারা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় প্রতিপক্ষের লোকেরা তাদের ওপর হামলা করে।

ছাত্রলীগ নেতা জুয়েল জানান, তাদের প্রতিপক্ষ জিল্লু মেম্বারের লোকেরা জামিনে মুক্তি পেয়ে গ্রামে আধিপত্য কায়েমের চেষ্টা করছে। তারা নিজেরাই হট্টোগোল করে মামলা করার চেষ্টা করছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি কারাগারে
স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়ে মাদরাসাছাত্র গ্রেপ্তার
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেপ্তার
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, অতঃপর... 
X
Fresh