• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজ্ঞাপনের মাধ্যমে করোনাভাইরাসের ‘প্রতিষেধক’ বিক্রি!

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ২০:১১
Coronavirus 'antidote' sold through advertising!
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে মানুষ যখন আতংকগ্রস্ত ঠিক সেই সময় পিরোজপুরে এক হোমিও চিকিৎসক তার দোকানে বিজ্ঞাপনের মাধ্যমে করোনা প্রতিষেধক ওষুধ বিক্রি করছিলেন। এই খবর প্রশাসনের নজরে আসায় বুধবার (৩ জুন) সকালে শহরের বাইপাস সড়ক সংলগ্ন মাছিমপুর মণ্ডল পাড়ায় রসরাজ হোমিও হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোমিও ডাক্তার শ্যাম দুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল জানান, বাংলাদেশ সহ বিশ্বের কোথাও এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিশোধক স্বীকৃত ওষুধ আবিষ্কার হয়নি। তাই এমন মিথ্যা প্রচারণা দিয়ে এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার কারণে শ্যামদুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা গ্রহণ করে সতর্ক করা হয়।

তিনি আরও জানান, কোনও ব্যক্তি কোনও পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করতে পারবে না এই আইনে তাকে এই অর্থ দণ্ড প্রদান করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের সেই বিজ্ঞাপন ইস্যুতে যা বললেন পাপন
বিজ্ঞাপন দেখে মেডিকেলে ভর্তি, ৪২ শিক্ষার্থীর স্বপ্নপূরণ অনিশ্চিত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh