• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজারে আরও ২১ জন করোনায় আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ১৯:৫১
In Cox's Bazar, 21 more people were affected by Corona
ছবি সংগৃহীত

কক্সবাজারে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা গেছে, কক্সবাজারে মেডিকেল কলেজের ল্যাবে ৭০ জন নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ এসেছে। নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ২১ জন। কক্সবাজার সদর উপজেলার ৭ জন, চকরিয়া উপজেলার ৮ জন, টেকনাফ উপজেলার ৩ জন ও রামু উপজেলার ৩ জন রয়েছে। এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১ জন ও লামার ১ জন রয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, গেল ৬৩ দিনে মোট ৭ হাজার ৩৫১ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৯৫৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। এতে কক্সবাজার জেলার রয়েছে ৮৭৭ জন। এর মধ্যে মহেশখালীতে ৩৪ জন, টেকনাফে ৪১ জন, উখিয়ায় ১১০ জন, রামু ৫৩ জন, চকরিয়ায় ১৮৯ জন, কক্সবাজার সদরে ৩৬৪ জন, কুতুবদিয়ায় ৩ জন এবং পেকুয়ায় ৪৭ জন রয়েছে। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের চাঁদগাঁও, সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসারে আক্রান্ত কেট মিডলটন
করোনায় আরও একজনের মৃত্যু
ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’ অভিনেত্রী অলিভিয়া
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh