• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শায়েস্তাগঞ্জে দুই লাখ টাকা দামের তক্ষকসহ ৩ প্রতারক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ১৪:৫৫
Takshak Habiganj Dhaka
ছবি সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত অলিপুর থেকে দুই লাখ টাকার তক্ষকসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারক চক্রের মূলহোতা পালিয়ে যায়। এদের বিরুদ্ধে প্রতারক ও বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে মৌলভীবাজার সদরের রাখা গ্রামের মৃত আনোয়ার খাঁনের ছেলে সুলতান খাঁন (৩৫), চাঁনপুরের আব্দুল জলিলের ছেলে সাবির মিয়া (২২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জহুরপুরের মৃত ছুরুক মিয়ার ছেলে মাসুক আহমদ (৪২)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে এদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
X
Fresh