• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে মৃত শিশুকে জীবিত করতে লবণ থেরাপি

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ০৯:০০
Salt therapy to revive a dead child in Tangail
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশু উপজেলার শালদাইর গ্রামের মানিক খানের ছেলে।

এদিকে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করলেও বাড়িতে নিয়ে শিশুটিকে পুনরায় জীবিত করতে লবণ দিয়ে পুরো শরীর ঢেকে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শালদাইর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার শালদাইর গ্রামের মানিক খানের শিশু সন্তানকে রেখে তার মা ধান শুকানোর কাজ করছিল। পরে শিশুটি খেলা করার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এদিকে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে।

পরে পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার দেয় তার মা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শিশুর মরদেহ বাড়িতে নেয়ার পর তাকে জীবিত করতে এক কবিরাজ শরীরে লবণ দিয়ে ঢেকে দেয়। প্রায় ঘণ্টা দুয়েক শরীর লবণ দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু শিশুর প্রাণ না ফেরায় সন্ধ্যার আগে মরদেহ দাফন করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লবণাক্ত হয়ে যেতে পারে ঢাকার চারপাশের জমি’
লবণের মাঠে আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে নিহত ১
ক্ষতিকর উপাদানের বাহক বিট লবণ
X
Fresh