• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আত্রাইয়ে লোকালয়ে হনুমান, উৎসুক জনতার ভিড়

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ০৮:৩৮
Hanuman Atrai locality crowd of curious people
ছবি সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে গেল তিন দিন ধরে একটি হনুমান দল ছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ হনুমানটিকে দেখতে শিশু নারীসহ শত শত উৎসুক জনতা ভিড় করছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারে হনুমানটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানটি গেল শনিবার দিনগত রাতের যেকোনো সময় দল ছুট হয়ে এ উপজেলায় চলে আসে। প্রথমে রোববার সকালে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার মালিপুকুর এলাকায় দেখতে পান।

পরে মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারের করইগাছের একটি ডালে। হনুমানটি লাফিয়ে লাফিয়ে চলতে থাকে বাজারের বিভিন্ন দোকানের চালে ও গাছের ডালে ডালে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। পরে হনুমানটি রাস্তা বেয়ে উত্তর দিকে চলে যেতে থাকে।

রায়পুর গ্রামের বিপ্লব কুমার বলেন, এ হনুমানটি হঠাৎ আমরা বাজারে দেখতে পায়। সে এক গাছ থেকে আরেক গাছে, এক দোকান থেকে

আরেক দোকানের চালে যেতে থাকে। আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুবাইত রেজা বলেন, সংবাদটি এই প্রথম আমরা শুনলাম। স্থানীয় বনবিভাগ চাইলে আমরা একসঙ্গে হনুমানটি আটক করে যেকোনো চিড়িয়াখানা বা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তাস্তর করতে পারি। তিনি এলাকার মানুষকে হনুমানটিকে উত্ত্যক্ত না করার পরামর্শও দেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
মিশা-ডিপজলকে জয়ের মালা পরিয়ে দিলেন নিপুণ (ভিডিও)
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল (ভিডিও) 
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
X
Fresh