• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে অতিরিক্ত যাত্রী বহন করায় পাঁচ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০২০, ১৪:৩৭
Kurigram night coach fined
ছবি সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্যবিধি না মেনে একটি নৈশকোচে অতিরিক্ত যাত্রী বহন করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার রাত নয়টায় জেলার কচাকাটা থানার সাদুর মোড় নামক স্থান থেকে লিমন এন্টারপ্রাইজ নামক নৈশ কোচটি রিজার্ভ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। সময় সরকার নির্ধারিত যাত্রীর চেয়ে দ্বিগুণ যাত্রী বহন করছিল বাসটি।

বাসটি ভূরুঙ্গামারী থানার চেকপোস্টে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত যাত্রীবহন, স্বাস্থ্যবিধি না মানার কারণে বাসটির চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম জানান, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল, সরকারের নির্দেশনা লঙ্ঘন এবং স্বাস্থ্যবিধি না মানায় আর্থিক জরিমানা করা হয়েছে। এরসঙ্গে অন্যান্য যাত্রীবাহী কোচগুলোর কিছু কিছু সমস্যা ছিল। তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
চিলমারীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
X
Fresh