• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০২০, ১২:৫৪
corona
ফাইল ছবি

করোনা পজিটিভ নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মতিন মল্লিক (৭0) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি বেলকুচির তাঁতসমৃদ্ধ তামাই গ্রামের অধিবাসী। এলাকায় তিনি পীর হিসেবে পরিচিত ছিলেন। এনায়েতপুরের খাজাঁ ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

বেলকুচি উপজেলার স্বাস্থ্য বিভাগ থেকে গেল ২৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনার ফলাফলে করোনা পজিটিভ হবার বিষয়টি সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মাধ্যমে সোমবার রাতে জানা গেছে। রাতেই উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধার বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরের খাজাঁ ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল বৃদ্ধার। ঈদের পর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে তিনি করোনা রোগের জীবানু বহন করছিলেন বলে জানা গেছে। যথাযথ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি তাকে দাফন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh