• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিয়মের বেশি ভাড়া নিচ্ছে আশুলিয়ার বাসগুলো

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০২০, ০৯:৪০
বাস ভাড়া অনিয়ম
ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের মতো আশুলিয়ার সড়ক-মহাসড়কগুলোতে সীমিত আকারে চালু হয়েছে গণপরিবহন।

স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন সড়কের মতো আশুলিয়াও সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। প্রথম দিনেই যাত্রীদের অভিযোগ, নিয়মের বেশি ভাড়া নেয়া হচ্ছে। ঘাটতি রয়েছে স্বাস্থ্যবিধিতেও।

গতকাল সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে গণপরিবহণ চলাচল শুরু করে।

যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ছাড়াও মানা হচ্ছে একটি আসন ফাঁকা রেখে বসার নিয়ম। অনেক পরিবহনে নিয়ম মানা হলেও কিছু কিছু পরিবহনে মানা হচ্ছে না।

বাড়তি ভাড়া নেয়ায় বিষয়ে বাসের হেলপার বলছে, সরকারি নিয়ম মেনেই ভাড়া নেয়া হচ্ছে। আবার অনেক যাত্রী তার চেয়ে কম ভাড়া দিচ্ছে। এমন বিষয় কিছু কিছু যাত্রীদেরও ক্ষেত্রে আমরা মেনেও নিচ্ছি।

বিষয়ে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ছাত্তার জানান, ভোর থেকেই মহাসড়কগুলো গণপরিবহনের ব্যাপক চাপ দেখা যাচ্ছে। অধিকাংশ বাস স্বাস্থ্যবিধি মানলেও , কেউ কেউ মানছে না। তবে যেসব পরিবহন স্বাস্থ্যবিধি মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
X
Fresh