• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১৯:৫৯
Corona virus
চাঁদপুর

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আজ সোমবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম পলিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় নতুন করে ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা হলেন নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মী, এক ব্যবসায়ী ও চাঁদপুর সদরের বাবুরহাটের এক পল্লী চিকিৎসক। তারা কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে চাঁদপুরে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন মারা গেছেন। তারা হলেন কচুয়া উপজেলায় বৃদ্ধ মজিবুর রহমান সরকার ও তার স্ত্রী ফজিলতেন্নেছা। তাদের সন্তান মানিক সরকারও করোনায় মারা গেছেন। এ নিয়ে ওই পরিবারের ৩ জন করোনা পজিটিভ অবস্থায় মারা গেলেন।

আজ সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, সোমবার ৬৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ শনাক্ত এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১০ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh