• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে মাস্ক পড়াতে সেনাবাহিনীর অভিযান

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১৫:১৬
ভৈরবে মাস্ক পড়াতে সেনাবাহিনীর অভিযান

কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মুখে মাস্ক পড়াতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

শহরের র‌্যাব ক্যাম্পের সামনে দাঁড়িয়ে রোববার বিকেলে সড়কে চলাচলাকারী অটোরিকশা, ভিভাটেক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানের চালক এবং যাত্রীদের আটক করে মাস্ক পড়তে বাধ্য করে সেনাবাহিনী। এসময় মাস্ক বিক্রেতাদের পাশে রেখে এই অভিযান পরিচালনা করা হয়। ফলে অনেকেই মাস্ক কিনতে বাধ্য হন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।

দেশে করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সরকার সবাইকে মুখে মাস্ক ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ অমান্য করলে জেল-জরিমানারও ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে কেউ মুখে মাস্ক না পড়ে বাইরে বের হলে ৬ মাসের জেল অথবা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান করা হয়েছে।

সরকারের এই নতুন আইনটির বিষয়ে সবার জানা না থাকার কারণে শহরের সেনাবাহিনীর এই অভিযানে সবাইকে সচেতন এবং সর্তক করে দেয়া হয়েছে। তাই কাউকে জরিমানা বা কারাদণ্ড দেয়া হয়নি বলে জানান, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দিচ্ছে সেনাবাহিনী, আবেদন অনলাইনে
জার্মান সেনাবাহিনীতে মুসলিমদের জন্য ইমাম
মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ এনএসআইয়ের নতুন ডিজি
বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা
X
Fresh