• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে বাস ভাড়া বেশি নেয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১৭:০৬

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (১ জুন) সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে চলাচল শুরু হয়েছে গণপরিবহনগুলোর।

সকাল থেকে সিরাজগঞ্জের বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে গেছে দূরপাল্লার পরিবহনসহ আভ্যন্তরীন রুটের পরিবহন। কাউন্টার গুলোতে যাত্রীদের তেমন ভির ছিল না। বাসে সরকারি নির্দেশনা মেনে গন্তব্যর দিকে যাত্রা করছে। বাসে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দেয়া হচ্ছে, করা হচ্ছে জীবানু নাশক স্প্রে।

এদিকে সিরাজগঞ্জ থেকে ঢাকার বাস ভাড়া ৬০ % বাড়িয়ে ৪শ’ টাকা হওয়ার কথা থাকলেও যাত্রীদের কাছ থেকে সাড়ে ৪শ’ টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ভাড়া কমানোর দাবী করেছে যাত্রীরা।

এস আই পরিবহনের পরিচালক ও জেলা বাস, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম আতিক জানান, ৩ জুন পর্যন্ত ৮০% বৃদ্ধিতে অগ্রীম টিকিট বিক্রি করা আছে তবে আজ কাউন্টারে ৪শ’ টাকা করেই টিকিট হচ্ছে। তবে অগ্রীম টিকিট যে ৫০ টাকা বেশি নেয়া হয়েছে তা ফেরত দেয়া সম্ভব নয় বলে তিনি জানান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১
পুলিশের ওপর হামলা, মদ-অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
সেতু ভেঙে ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল  
X
Fresh