spark
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪১ জন, আক্রান্ত ৩৩৬০ জন, সুস্থ হয়েছেন ৩৭০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ধামরাইয়ে সাত পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ২৩

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০১ জুন ২০২০, ১০:১৫ | আপডেট : ০১ জুন ২০২০, ১১:১৪
করোনা ধামরাই পুলিশ
ছবি সংগৃহীত
সাভারের ধামরাইয়ে নতুন করে সাত পুলিশ সদস্যসহ ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে ধামরাইয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৭ জনে।

গতকাল রোববার রাতে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. নূর রিফফাত আরা এমন তথ্য নিশ্চিত করেছেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাইয়ে এখনও পর্যন্ত  এক হাজার ৬২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ১২৭ জনের শরীরে, চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২৫জন, করোনা পজেটিভ নিয়ে মারা গেছেন একজন।

এদিকে পুলিশ আক্রান্তের বিষয়ে ধামরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ধামরাই থানার সাত পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, আক্রান্তদের চারজন ড্রাইভার এবং তিনজন পুলিশ কনস্টেবল। করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হবার পর আক্রান্তদের ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান তিনি। 

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৫৪৯৪ ৮৪৫৪৪ ২২৩৮
বিশ্ব ১২১৮০৮৩২ ৭০৮১৪১০ ৫৫২৩৯৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়