• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ধামরাইয়ে সাত পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ২৩

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১০:১৫
করোনা ধামরাই পুলিশ
ছবি সংগৃহীত

সাভারের ধামরাইয়ে নতুন করে সাত পুলিশ সদস্যসহ ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে ধামরাইয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৭ জনে।

গতকাল রোববার রাতে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এমন তথ্য নিশ্চিত করেছেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাইয়ে এখনও পর্যন্ত এক হাজার ৬২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ১২৭ জনের শরীরে, চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২৫জন, করোনা পজেটিভ নিয়ে মারা গেছেন একজন।

এদিকে পুলিশ আক্রান্তের বিষয়ে ধামরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ধামরাই থানার সাত পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, আক্রান্তদের চারজন ড্রাইভার এবং তিনজন পুলিশ কনস্টেবল। করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হবার পর আক্রান্তদের ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 
X
Fresh