• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যশোরে কাঠমিস্ত্রিকে তুলে নেয়ার অভিযোগ (ভিডিও)

আরটিভি অনলাইন

  ৩১ মে ২০২০, ১৯:৫৬
যশোর, কাঠমিস্ত্রি, তুলে নেয়ার অভিযোগ
শরিফুল ইসলাম।

যশোরে টিবি ক্লিনিক এলাকার শরিফুল ইসলাম নামে এক কাঠমিস্ত্রিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে প্রশাসনের লোক পরিচয়ে সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি তাকে তুলে নিয়ে যান বলে জানান তার পরিবার। শরিফুল ইসলাম টিবি কিনিক মোড়ের সাহেব আলী ওরফে আনজু মিয়ার ছেলে।

এ ঘটনায় শনিবার দুপুরে স্থানীয়রা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে শরিফুলের মুক্তি দাবি করেছে।

শরিফুল ইসলামের মা রোকেয়া বেগম বলেন, গত শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে আশ্রম মোড়ে সিএন্ডবি মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বাড়ি ফিরছিল শরিফুল। টিবি ক্লিনিক মোড় আয়কর অফিসের সামনে পৌঁছানো মাত্র সাদা পোশাকে পাঞ্জাবি-টুপি পরিহিত কয়েকজন লোক শরিফুলের কাছে আসে। এসময় সেখানে রাখা তাদের সাদা রঙয়ের একটি মাইক্রোবাস ছিল। শরিফুলকে তারা জোর করে ধরে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে বিভিন্ন স্থানে তার কোন সন্ধান না পেয়ে তার চাচা মিন্টু শেখ ওইদিনই কোতয়ালি থানায় একটি অভিযোগ দেন।

একদিন পার হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে স্থানীয়রা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এসময় তারা শরিফুলকে উদ্ধার অথবা তার মুক্তির দাবি জানান।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
কেক কাটার পর চলন্ত ট্রেনের নিচে মা-মেয়ের ঝাঁপ
যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, অতঃপর... 
X
Fresh