spark
logo
  • ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩০ জন, আক্রান্ত ২৬৮৬ জন, সুস্থ হয়েছেন ১৬২৮ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মানিকগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
|  ৩১ মে ২০২০, ১৭:৫৭ | আপডেট : ৩১ মে ২০২০, ১৮:৪১
Corona virus
মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।

আজ রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি জানান, নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৭ জন এবং শিবালয় ও সাটুরিয়া উপজেলায় ১ জন করে রয়েছেন। 

তিনি আরও জানান, ‘এ পর্যন্ত মোট ২ হাজার ৪০৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৩৫টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৪৯ জনের। 

আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১০৫ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’

আক্রান্ত ১৪৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে শুধু পৌরসভায় রয়েছেন ২৮ জন। এছাড়া, সিংগাইর উপজেলায় ৪১ জন, ঘিওর উপজেলায় ২৮ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, হরিরামপুর উপজেলায় ১৫ জন, শিবালয় উপজেলায় ৯ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ২ জন।

এ পর্যন্ত জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন কিশোর। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২ জন। একজন হরিরামপুরে এবং অন্যজন সিংগাইর উপজেলায়। 

এজে

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮১১২৯ ৮৮০৩৪ ২৩০৫
বিশ্ব ১২৬৪৫৬৫৫ ৭৩৮১৪০৮ ৫৬৩২৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়