• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরের করোনায় আরেক মুক্তিযোদ্ধার প্রাণ গেলো

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ৩১ মে ২০২০, ১৫:৪০
ফরিদপুরের করোনায় আরেক মুক্তিযোদ্ধার প্রাণ গেলো
করোনাভাইরাস

ফরিদপুরে করোনায় আরও এক মুক্তিযোদ্ধার প্রাণ গেলো। এই নিয়ে ফরিদপুরে ছয় জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে তিনই মুক্তিযোদ্ধা।

আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কমলেশ চক্রবর্তী ভানু (৬৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন, এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাজ নেওয়াজ জানান, প্রয়াত এই মুক্তিযোদ্ধা মরদেহ স্বাস্থ্য বিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় অম্বিকাপুর শ্মশানে দাহ করা হবে।

ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, সকাল সাড়ে ৮টার দিকে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে ক্রীয়া বন্ধ হয়ে মারা যান।

তিনি জানান, তার পরিবারের সাত সদস্য করোনায় আক্রান্ত ছিলেন।

মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তীর মৃত্যুতে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, ফরিদপুর-২ আসনের এমপি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জেলা পূজা উদযাপন কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ধ্রুব এষ আইসিইউতে
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh