• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ৩১ মে ২০২০, ১৩:২৮
Pass rate and GPA-5 have increased in Chittagong

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ বেড়েছে।

এ বছর পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৬৪ শতাংশ বেশি পাস করেছে।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৩৯৩ জন। যা গতবারের তুলনায় ১ হাজার ৬১৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

আজ রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী। যা গতবছরের তুলনায় ৫ হাজার ৭৭৭ জন কম। গেল বছর এসএসসিতে এ বোর্ড থেকে অংশ নিয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh