• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০২০, ১১:৫০
The pass rate in Sylhet is 7.69 percent
ছবি: সংগৃহীত

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেটে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ।

আজ রোববার (৩১ মে) সকাল ১০টায় সিলেট সিলেট শিক্ষা বোর্ডের কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের আওতায় এবার মোট ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৪৯ হাজার ৭৩ জন ছাত্র ও ৬৬ হাজার ৪৩৪ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীদের মধ্যে সর্বমোট পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন। যার মধ্যে ৫১ হাজার ৯৭৬ জন ছাত্রী ও ৩৯ হাজার ৫০৪ জন ছাত্র।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা। জেলায় পাসের হার ৮২.৭৫ শতাংশ। সুনামগঞ্জে পাসের হার সবচেয়ে কম। এ জেলায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। আর সিলেটে পাসের হার ৮১.৬৬ এবং হবিগঞ্জে পাসের হার ৭৭.৭৯ শতাংশ।

এদিকে সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে ৪ হাজার ২৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন। আর গত বছর পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
এসএসসির ফল কবে, জানাল বোর্ড
X
Fresh