• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে আরও ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০২০, ২০:৪২
Corona virus
পঞ্চগড়

পঞ্চগড়ের নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে। এর মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন ১০ জন এবং মারা গেছেন ২ জন।

আজ শনিবার (৩০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

এদিকে প্রশাসন ওই ৪ জনের শনাক্তের নমুনার রিপোর্ট পজিটিভ পাওয়ার পরপরই তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গেল কয়েক দিন আগে করোনা শনাক্ত হওয়া ওই ৪ জন ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে আসলে স্বাস্থ্য বিভাগ তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে রেখে গত ২৬ মে তাদের প্রত্যেকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ল্যাব ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে প্রেরণ করলে আজ শনিবার ( ৩০ মে) রাতে তাদের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

নতুন করে শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১ জন, দেবীগঞ্জ উপজেলায় ১ জন, আটোয়ারীতে ১ ও বোদা উপজেলায় ১ জন করে মোট ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শনাক্ত হওয়া সবাই সুস্থ ও নিজ নিজ বাড়িতে আছেন।

বর্তমানে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’ অভিনেত্রী অলিভিয়া
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবির সোহেলকে বাঁচাতে বিপুল অর্থের প্রয়োজন
X
Fresh