• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০২০, ১৪:০৪
One person died of corona in Jhenaidah
ঝিনাইদহ

করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে জসিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থান আজ শনিবার (৩০ মে) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অপূর্ব কুমার সাহা।

তিনি জানান, গেল ২৭ মে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জসিম উদ্দীন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার ভোর ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের একজন ডাক্তার প্রতিনিধিসহ ইসলামী ফাউন্ডেশনের একটি টিম তার মরদেহের দাফন কাফনের ব্যবস্থা করছেন বলেও তিনি জানান।

মৃত জসিম উদ্দীন সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলীর ছেলে। জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত কারণে তাকে সদর হাসপাতালে ভর্তি হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
X
Fresh