• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আম্পানে সব শেষ পোলট্রি ব্যবসায়ী তাইজুলের

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০২০, ১২:৩৯
Taizul is the last poultry trader in Ampan
ছবি সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘূর্ণিঝড় আম্পানের কারণে তাইজুল নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর তিনটি শেড সম্পূর্ণ পড়ে গিয়ে প্রায় দুই হাজার মুরগী মারা গেছে। এ ঘটনায় ওই পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছে। তাইজুল ইসলাম কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আসাননগর গ্রামের বাসিন্দা।

তাইজুল ইসলাম জানান, তিনি একজন পুরাতন পোল্ট্রি ব্যবসায়ী। কুল্লাগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে তার বড় তিনটি পোল্ট্রি শেড ছিল। সেখানে প্রায় পাঁচ হাজার মুরগি ছিল। সুপার সাইক্লোন আম্পানের রাতে তার তিনটি শেড পড়ে মাটিতে মিশে যায়। এ সময় টিনে চাপা পড়ে প্রায় দুই হাজার মুরগি মারা যায়।

তাইজুল ইসলাম আরও জানান, তিনি প্রায় ১০ লাখ টাকা ব্যয় করে গেল দুই মাস আগে তিনটি মুরগির শেড তৈরি করে মুরগি চাষ শুরু করেন। এর আগে তিনি বাড়িতে শেড করে মুরগি পালন করতেন। এর মধ্যে প্রায় আট লাখ টাকা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে শেড তৈরি করেন। এ ঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
X
Fresh