• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় গুদাম থেকে সরকারি চাল বিক্রি, আটক ৩

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০২০, ১১:৩৯
Government rice sold from warehouse in Bogra, 3 arrested
ছবি সংগৃহীত

বগুড়ার গাবতলীতে কালোবাজারে বিক্রির সময় এক ট্রাক সরকারি চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সাবেকপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে থেকে ১৫ টন সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ ধুনটের চালকল মালিক আমজাদ হোসেন শাহীন এবং ওই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শফিকুল ইসলাম ও নৈশপ্রহরী সাদেকুল ইসলামকে আটক করে থানায় নিয়েছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম থেকে ওই গুদামের কর্মকর্তা-কর্মচারীরা কালোবাজারে সরকারি চাল বিক্রি করছেন এমন খবর পেয়ে সকালে তারা ঘটনাস্থলে যান। এ সময় সেখানে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তায় ১৫ মেট্রিক টন চাল ওই গুদাম থেকে ট্রাকে তোলা হচ্ছিলো। কিন্তু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) গাজী শফিকুল ইসলাম চাল সরববরাহের বৈধ কোনও কাগজ দেখাতে পারেননি। ধুনট উপজেলার একজন চালকল মালিকের ট্রাকে চালগুলো তোলা হচ্ছিলো। পরে কালোবাজারে সরকারি চাল কেনাবেচার অভিযোগে গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম ও গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম এবং চালকল মালিক আমজাদ হোসেন শাহীনকে আটক করা হয়।

ওসি আরও জানান, গুদাম থেকে চাল বিক্রির সময় জনরোষ থেকে বাঁচাতে তাদের ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা দায়ের করলে আটকদের গ্রেপ্তার দেখানো হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এফএম সাইফুল ইসলাম জানান, ঘটনা জানার পর তারা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান
X
Fresh