• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
  ৩০ মে ২০২০, ০৯:৩৮
বগুড়ায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত

বগুড়ায় নতুন করে একজন চিকিৎসক, ২ পুলিশ সদস্য ও ৫ কারারক্ষীসহ ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৩ জনে। নতুন শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৫ জন।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) আরটি-পিসিআর ল্যাবে গেল ২৪ ঘণ্টায় মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।‌ ফলাফলে বগুড়ার ১৮০টি নমুনার মধ্যে ১৮ জনের , সিরাজগঞ্জের ৬টি নমুনার মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে । এছাড়াও একইদিনে গাইবান্ধার ২টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলোই পজিটিভ এসেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।‌

জানা গেছে, নতুন শনাক্ত বগুড়া জেলার ১৮ রোগীদের মধ্যে বগুড়া সদরে ১৫ জন এবং সারিয়াকান্দি, শাজাহানপুর ও দুপচাঁচিয়া উপজেলায় ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৩ জন। বগুড়ায় আক্রান্ত এই ১৮ রোগীর মধ্যে ১ জন চিকিৎসক ও তার ২ জন আত্মীয়, ২ পুলিশ কনস্টেবল এবং ৫ জন কারারক্ষী রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh