• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গোপালগঞ্জে আরও ১৬ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০২০, ১৬:২৭
Corona virus
গোপালগঞ্জ

গোপালগঞ্জে নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।

আজ শুক্রবার দুপুরে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে কোটালিপাড়া উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় ২ জন রয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গোপালগঞ্জে ঈদ করতে আসা ব্যক্তিদের মধ্যেই বেশিরভাগ করোনা শনাক্ত হচ্ছে।

এ পর্যন্ত জেলায় ১৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ৩২ জন, কাশিয়ানীতে এক চিকিৎসকসহ ৪৮ জন, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ২৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৯ জন ও কোটালিপাড়া উপজেলায় চিকিৎসক নার্সসহ ৩৬ জন।

প্রসঙ্গত, ১৬৮ জন করোনা আক্রান্তদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে গেছেন এবং ১ জন মারা গিয়েছেন। বাকী ১০৯ বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh