• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

লোহাগড়ায় করোনা উপসর্গে একজনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০২০, ১৩:২৫
He came home on the afternoon of Eid (May 25) with fever and shortness of breath
ছবি সংগৃহীত

জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাস উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইলে গ্রামের বাড়িতে ফেরার তিন দিন পর মো. রেজাউল করীম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে ঢাকার একটি সিকিউরিটি কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি করতেন এবং আজিমপুর এলাকায় থাকতেন। তিনি জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ঈদের দিন বিকেলে (২৫মে) বাড়িতে আসেন। বৃহস্পতিবার দিনগত রাতে তিনি মারা যান এবং ওই রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র করোনার উপসর্গে মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার রাতেই মৃতের দাফন হয়েছে বিধায় মৃত রেজাউল করীমের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা যায়নি। তবে মৃতের পরিবারের অন্যান্য সদস্যের করোনার নমুনা পরীক্ষার জন্য আজ শুক্রবার সংগ্রহ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য, সাংবাদিককে হত্যার হুমকি
আপত্তিকর ভিডিও ছড়িয়ে ইউএনওকে হুমকি, আনসার সদস্য কারাগারে
ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি, কারাগারে ইউএনওর দেহরক্ষী
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
X
Fresh